শাবি শিক্ষকের জন্য ফেন্সিডিল আনতে গিয়ে আটক ২ গার্ড কারাগারে
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২২, ৯:২৪:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জন্য ফেন্সিডিল আনতে গিয়ে আটক বিশ্ববিদ্যালয়ের ২ নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে মামলায় হয়েছে। মঙ্গলবার দুপুরে এসএমপি’র জালালাবাদ থানায় মাদক আইনে মামলাটি দায়ের করেন আন্দোলনকারী শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম। তিনি শাবির পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
গ্রেফতারকৃতরা হলো জাহিদুর রহমান ও জুমান আহমদ। তার দু’জনই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী। গতকাল তাদেরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে সোমবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনের গেট দিয়ে গেস্ট হাউসের ভেতরে ঢুকার সময় দুই গার্ডকে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। এ সময় আটককৃত নিরাপত্তাকর্মী জাহিদ জানায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদারের জন্য ফেন্সিডিলটি ভিসির ভবনের পাশের গেস্ট হাউসে নিয়ে যাচ্ছিল।
এ বিষয়ে জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বলেন, আপাতত মামলায় দু’জনকে আসামী করা হয়েছে। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করছে। তদন্তে যার সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাকেই মামলার আসামী করা হবে বলে তিনি জানান।