খাজাঞ্চি ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২২, ৭:৩১:১৮ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার জাতীয় পার্টি বিশ্বনাথ উপজেলা আহবায়ক এস এম আরশ আলী বাবলু ও সদস্য সচিব মো. জয়নাল আবেদীন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রকাশ, বিশ্বনাথ উপজেলার লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের নির্বাচনে জাতীয় পার্টির কোন প্রার্থী অংশগ্রহণ করেননি। কিন্তু খাজাঞ্চি ইউনিয়ন জাতীয় পার্টি সিলেট জেলা জাতীয় পার্টি ও বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে সমন্বয় না করেই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে জাতীয় পার্টির পক্ষে সমর্থন ঘোষণা করেন। যা দলীয় শৃঙ্খলা পরিপন্থি।
বিষয়টি দলীয় নেতাকর্মীর দৃষ্টিগোচর হওয়ার পর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য সৈয়দ মঞ্জুর হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান, সিলেট জেলা জাতীয় পার্টি ও বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে শাস্তিমুলক পদক্ষেপ হিসেবে খাজাঞ্চি ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয় এবং কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম রহিত করা হল।
৩০ দিনের মধ্যে খাজাঞ্চি ইউনিয়ন জাতীয় পার্টির নতুন আহবায়ক কমিটি গঠনের প্রস্তাব বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও সদস্য সচিব বরাবরে প্রেরণের নির্দেশ প্রদান করা হল।