বালাগঞ্জে শপথ নিলেন ৪ চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২২, ৭:৪৯:৫১ অপরাহ্ন
বালাগঞ্জ সংবাদদাতা: সিলেটের বালাগঞ্জ উপজেলায় ১১ নভেম্বর ২য় ধাপে সমাপ্ত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬টি ইউনিয়নের মধ্যে ৪ টি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগন শপথ গ্রহণ করেছেন। বুধবার সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে উপজেলার ৪ ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
নতুন চেয়ারম্যান হিসেবে যারা শপথ নিয়েছেন তারা হলেন, ১নং পৈলনপুর ইউনিয়নে শিহাব উদ্দিন, ২নং বোয়ালজুড় ইউনিয়নে আনহার মিয়া, ৩নং দেওয়ান বাজার ইউনিয়নে নাজমুল ইসলাম ও ৬ নং পূর্ব গৌরীপুর ইউনিয়নে এম মুজিবুর রহমান।
উপজেলার বালাগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী ৪ নং ওয়ার্ডে পুনঃনির্বাচনের দাবীতে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে এবং পশ্চিম গৌরীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য পদের নির্বাচনের ফলাফল পুনঃগননার দাবীতে করা আবেদনে এই দুই ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ গ্রহণ স্থগিত রয়েছে।
শপথ না হওয়াদের মধ্যে একজন বালাগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল মুনিম স্বতন্ত্র প্রার্থী এবং আরেকজন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুর রহমান (মাখন)।