জামালগঞ্জে কৃষি উপকরণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২২, ৫:৪১:০০ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার। দীপক রঞ্জন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলা উদ্দীন, উপ সহকারী কৃষি কর্মকর্তা (অবঃ) হাবিবুর রহমান, গণমাধ্যমকর্মী তৌহিদ চৌধুরী প্রদীপ, ওলি উল্লাহ্ সরকার, কৃষক অসিম তালুকদারসহ কৃষাণী প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। দেশের উন্নয়ন চালিকাশক্তিতে কৃষকের অবদান রয়েছে। দেশ উন্নয়নের পাশাপাশি সকল মানুষের সুস্বাস্থ্যের উন্নয়ন হওয়া প্রয়োজন। শারীরিক সুস্বাস্থ্য ও নৈতিক উন্নয়নে পুষ্টিকর খাদ্যের বিকল্প নেই। উন্নত জাতের বীজ ও উন্নত জাতের ফলের গাছ রোপণ করলে পারিবারিকভাবে বিভিন্ন পুষ্টি চাহিদা পূরণ সম্ভব।