অগ্রদূত মুক্ত স্কাউট দলের মাস্ক বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২২, ৬:১৩:৫৪ অপরাহ্ন
‘সকলেই মাস্ক’ পরি, করোনাকে জয় করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা প্রতিরোধ ও জনসচেতনতায় বাংলাদেশ স্কাউটস এর অনুদানে এবং সিলেট অঞ্চলের গোলাপগঞ্জ উপজেলার অগ্রদূত মুক্ত স্কাউট দলের পরিচালনায় বুধবার ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
অগ্রদূত মুক্ত স্কাউট দলের সম্পাদক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম-এলটি’র নেতৃত্বে ঢাকাদক্ষিণ বাজারের পশ্চিম বাজার, ইউপি রোড, কাঁচাবাজার, কলেজ রোড, ডাক বাংলো রোডসহ বিভিন্ন জনবহুল স্থানে ব্যবসায়ী, গাড়ীচালক, পথচারীসহ সর্বস্তরের জনসাধারণের মাঝে এ মাস্কগুলো বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুরহান উদ্দিন আহমেদ-এলটি, হানিফ আহমদ-এএলটি, সৈয়দ আব্দুল আজিজ মিলাদ, সহকারী ইউনিট লিডার আশরাফুল হক, সহকারী ইউনিট লিডার শিমুল আহমদ, কাব লিডার রাজু আহমদ, সহকারী ইউনিট লিডার রেদওয়ান হোসেনসহ অগ্রদূত মুক্ত স্কাউট দলের স্কাউট ও গার্ল-ইন-স্কাউটবৃন্দ। বিজ্ঞপ্তি