পূর্ব পৈলনপুরে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২২, ৬:১৫:৫২ অপরাহ্ন
বুধবার বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের কিত্তে জালালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে এনাম উল ইসলাম ফাউন্ডেশনের সহযোগিতায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত কম্বল বিতরন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনাম উল ইসলাম ফাউন্ডেশন চেয়ারম্যান এনাম উল ইসলাম।
বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুর রহমানের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত বৈদ্যের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা আতাউর রহমান আতা, এনাম উল ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের সহ-সভাপতি সামছুল ইসলাম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লয়লুছ মিয়া, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুন্দর আলী, ৩নং ওয়ার্ড কৃষক লীগের আহবায়ক সানুর মিয়া, ইউপি মেম্বার মজিদ মিয়া, মহিলা মেম্বার আফিয়া বেগম, সৈয়দুন নেছা, টিপু সুলতান, ইমামুজ্জামান সাজু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম। বিজ্ঞপ্তি