‘কদম আলীর বিষের বোতল’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২২, ৬:২৯:২৩ অপরাহ্ন
কবি তারানা রেজা চৌধুরী সৃজন ও মননে আদর্শগামী। তাঁর কবিতায় জীবনের বাস্তববাদিতা এবং সংগ্রামশীলতার পরিচয় পাওয়া যায়। সমাজের বিচিত্র বিষয়ও তাঁর কবিতায় ফুটে উঠেছে শৈল্পিক সৌন্দর্যতায়। তিনি যে জীবনকে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন, তাঁর প্রক্ষেপণ কবিতায় বিমূর্ত হয়ে ওঠে। সহজ-সরল এবং সহজবোধ্য ভাষার প্রকরণ তাঁর কবিতাকে করেছে গতিসঞ্চারী ও সময়োপযোগী।
‘ভিশন সিলেট’ এবং পান্ডুলিপি প্রকাশন, সিলেট-এর যৌথ উদ্যোগে কবি, প্রাবন্ধিক ও সমাজচিন্তক তারানা রেজা চৌধুরীর ‘কদম আলীর বিষের বোতল’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
দৈনিক সিলেট সংলাপ’র প্রতিষ্ঠাতা সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমানের সভাপতিত্বে বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর হোটেল ডালাস-এর কনফারেন্স হলে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি তারানা রেজা চৌধুরীর স্বামী ব্রিগেডিয়ার জেনারেল ইসমত আহমদ চৌধুরী বিপি (অব.), এমসি কলেজ সিলেট-এর উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মো. আজিজুর রহমান লসকর, কবি অধ্যক্ষ কালাম আজাদ, কলামিস্ট আফতাব চৌধুরী, কবি লে. কর্নেল সৈয়দ আলী আহমদ (অব.), ইসলামী চিন্তাবিদ মাওলানা শাহ নজরুল ইসলাম এবং গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান মোহাম্মদ ইছবাহ উদ্দিন। গ্রন্থকারের অনুভূতি প্রকাশ করেন কবি ও প্রাবন্ধিক তারানা রেজা চৌধুরী।
নাট্যকার ও আবৃত্তিশিল্পী বাবুল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন এবং গ্রন্থের উপর আলোচনায় অংশ নেন কবি বেলাল আহমদ চৌধুরী, কবি বাছিত ইবনে হাবীব, ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, শিশু একাডেমি সিলেট এর সাবেক কর্মকর্তা মাহবুবুজ্জামান চৌধুরী, ওয়ান ব্যাংক ইসলামপুর শাখার ম্যানেজার রাফে শাফকাত আদিল, ডা. সৈয়দ আলমগীর শাফওয়াত এবং ইরমা তাশফি মোরশেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কাব্যগ্রন্থের উপর লেখক-প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল লিখিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি সেনুয়ারা আক্তার চিনু। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন পান্ডুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী বায়েজীদ মাহমুদ ফয়সল। কবি তারানা রেজা চৌধুরীর ‘কদম আলীর বিষের বোতল’ কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন কবি পপি রশীদ, মিরনা রেজা চৌধুরী ও কবি মাসুমা টফি একা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কবি তারানা রেজা চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয় এবং ভিশন সিলেট ও পান্ডুলিপি প্রকাশনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি