কেমুসাস বইমেলায় ছড়া পরিষদের ছড়াপাঠ
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২২, ৭:০৩:৩৬ অপরাহ্ন
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) এর পঞ্চদশ বইমেলায় ছড়া পরিষদ সিলেটের উদ্যোগ ছড়াপাঠ অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যা ৭টায় ছড়া পরিষদ সিলেটের সহ সভাপতি অজিত রায় ভজনের সভাপতিত্বে এবং সম্পাদক ছড়াকার আব্দুস সাদেক লিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ছড়া পরিষদের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জুয়েল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ডাকঘরের অবসরপ্রাপ্ত এডিসিএমজি মো. নুরুল হক, অধ্যক্ষ কালাম আজাদ, প্রিন্সিপাল সিরাজ ওয়াজেদ, অধ্যাপক মোঃ ফরিদুল হক, ছড়াকার এখলাছুর রহমান, ছড়াকার পরিতোষ বাবলু।
ছড়াপাঠে অংশ নেন, আনোয়ার হোসেন মিছবাহ, মো. শফিকুর রহমান চৌধুরী, রিপন আহমদ ফরিদী, মনজুর মোহাম্মদ, মনিরা সিরাজ রাজু, আব্দুল হক, নজমুল হক চৌধুরী, নজমুল ইসলাম খসরু, কয়েস আহমদ মাহদি, প্রশান্ত লিটন ছয়ফুল আলম পারুল, অনিন্দ্র মোস্তাক, বাহা উদ্দিন বাহার, আবদুল কাদির জীবন, ইমামুল ইসলাম রানা, আব্দুর রহমান পারভেজ, অমিতা বর্ধন, হীরা মোহন রায়, জালাল জয়, ছাদির হোসাইন, কাজী আদম, রোখসানা বেগম, আফরিন সুলতানা, শামসীর হারুনুর রশীদ, রওশন আরা বাশিঁ, ফয়সল আহমদ, জুবের আহমদ সার্জন, গাজী আব্দুল কুদ্দুস, শামস অসিম, চন্দ্র পাল, নাঈমুল ইসলাম গুলজার, বিমান বিহারী বিশ্বাসসহ সিলেট বিভাগের প্রায় অর্ধ শতাধিক ছড়াকার। বিজ্ঞপ্তি