‘সাতাশ কিলোমিটারের দাম্পত্য’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২২, ৮:০৯:৩৬ অপরাহ্ন
সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড মাস মিডিয়া সিফডিয়া’র উদ্যোগে গল্পকার তাসলিমা খানম বীথি এর ‘সাতাশ কিলোমিটারের দাম্পত্য’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ কবি কালাম আজাদ।
ভ্রমনকাহিনি লেখক মোয়াজ আফসার এর সভাপতিত্বে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গল্পকার সেলিম আউয়াল, কবি ও গবেষক তাবেদার রসুল বকুল, কলামিস্ট সালেহ আহমদ খসরু ও সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ।
কবি নাঈমা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম মো: জাবেদ আহমদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ সভাপতি দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, এডভোকেট ছড়াকার আব্দুস সাদেক লিপন, কবি আব্দুল মুকিত অপি, সিলেট এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, কবি বিমল কর, উপন্যাসিক আলেয়া রহমান, এডভোকেট সিরাজুল ইসলাম, সিলেটের ডাক এর সিনিয়র রির্পোটার নূর আহমদ, প্রকাশক লুৎফুর রহমান তোফায়েল, কবি কানিজ আমিনা কুদ্দুস, কবি মাহফুজ জোহা, কবি জুঁই ইসলাম, আপন ঘরের সত্ত্বাধিকারী ফাহমিদা চৌধুরী, সাংবাদিক এমরান ফয়সল, কবি আব্দুল বাছিত, সাহিত্যকর্মী শেখ জাহেদ আহমদ, কবি জুবের আহমদ সার্জন, সরকারি কলেজের শিক্ষার্থী আমিনা খানম ও এমসি কলেজের সমাজবিজ্ঞানের শিক্ষার্থী ফারজানা আবেদীন প্রমুখ।
কবি সালেহ আহমদের কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সিলেট এক্সপ্রেসের সম্পাদক আব্দুল বাতিন ফয়সল। বিজ্ঞপ্তি