মালয়েশিয়ায় শ্রমজীবী প্রবাসীদের নিয়ে হাই কমিশনারের ঈদ পুনর্মিলনী
প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২২, ৬:০৪:১৩ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় কর্মরত শ্রমজীবী প্রবাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনী করেছেন দেশটিতে নিযুক্ত হাইকমিশনার মো. গোলাম সারোয়ার। রোববার কো-স্পন্সর ক্যামেরুন হাইল্যান্ডের ভেজিটেবল গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে ঈদ পুনর্মিলন ও বৈশাখী আনন্দে মেতে ঊঠেন প্রবাসীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাই কমিশনার মো. গোলাম সারোয়ার। কাউন্সিলর কন্স্যুলার জিএম রাসেল রানার উপস্থাপনায় আনন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যামেরন হাইল্যান্ডের ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন দূতাবাসের মিনিষ্টার (লেবার) নাজমুস সাদাত সেলিম, ক্যামেরুন হাইল্যান্ড ভেজিটেবল গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান দাতু চাই কুক লিম, ক্যামেরুন হাইল্যান্ডের মালে ফারমার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান দাতু সৈয়দ আব্দুল রহমান বিন সৈয়দ আব্দুল রশিদ, ক্যামেরুন হাইল্যান্ড ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মি: লি পেন ফু।
প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার মো. গোলাম সারোয়ার বলেন, আপনারা সবাই অ্যান্বাসেডর। যার যার অবস্থান থেকে দেশের অর্থনৈতির চাকা সচল রাখছেন। দূতাবাসের সব কর্মকর্তা আপনাদের সেবায় নিয়োজিত। কর্মকর্তারা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে মালয়েশিয়ান অতিথিরা তাদের বক্তব্যে বলেন বাংলাদেশের শ্রমিকরা কঠোর পরিশ্রম করতে পারে বলে আমাদের আগ্রহ বাড়ছে। ক্যামেরুন হাইল্যান্ডের ব্যবসায়িরা বলেন, বাংলাদেশিরা কঠোর পরিশ্রমী, প্রতিদিন ওভারটাইম করলেও সমস্যা হয় না। ফলে তুলনামূলক কম শ্রমিকই অনেক বেশি কাজ করতে পারে। এতে তারাও যেমন লাভবান হচ্ছে, তেমনি আমরা মালিকরাও লাভবান হচ্ছি।