২৭ জুন বুধবারীবাজার ইউপি নির্বাচন
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২২, ৮:৪৮:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আগামী ২৭ জুন সিলেটের গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এক পত্রে এই নির্দেশ প্রদান করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান।
তিনি জানান, ১৫ জনু গোলাপগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। পূর্বে নির্ধারিত নির্বাচনের তারিখ থাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পিছিয়ে আগামী ২৭ জুন নেয়া হয়েছে।