ছাত্রদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২২, ৬:৪৯:২৭ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর একটি অভিজাত চাইনিজ রেষ্টুরেন্টে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুকিত তুহিন এর সভাপতিত্ব ও মহানগর ছাত্রদলের সহ-তথ্য গবেষণা সম্পাদক আশরাফুল আলম মাহি ও মহানগর ছাত্র দলের সহ-আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, মাসরুর রাসেল, আব্দুস সালাম, আদনান আহমদ চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান চৌধুরী, আব্দুছ ছামাদ, আফসার শহীদ চৌধুরী সায়েম, আব্দুর রহিম তালুকদার, নিক্সন আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম মোঃ জহির, আশিকুর রহমান আশিক, জেলা ছাত্রদলের মুক্তিযোদ্ধা ও গবেষণা সম্পাদক আজমল হোসেন অপু, সোয়েব আহমদ, তোফায়েল আহমদ রাফি, বরইকান্দি ইউপির সাধারণ সম্পাদক সাকি কাওসার, তেতলী ইউপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ, মোজাহীদ, সাজু, তায়েক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি