ছেলেকে বাঁচাতে গিয়ে দেবরের দায়ের কোপে মারা গেলেন মা
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২২, ৯:০৫:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ দেবরের দায়ের কোপে সুলেখা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের চানবাড়ি গ্রামের আকমল হোসেনের স্ত্রী। শুক্রবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার এসআই রাজীব রায় জানান, খবর পেয়ে শুক্রবার সকালে হাসপাতাল থেকে সুলেখা বেগমের লাশটি পুলিশের জিম্মায় নেওয়া হয়। বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবার লাশ দাফনের পর সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করবে।
নিহতের স্বামী আকমল হোসেন জানান, বাড়ির পাশের কিছু জমি নিয়ে তার ছোট ভাই একরামুল হকের সঙ্গে তাদের পূর্ব বিরোধ ছিল। সোমবার সকালে ওই জমিতে তৈরি করা খলায় ধান শুকাচ্ছিলেন তারা। এসময় একরামুল হক সেখানে গিয়ে জমিজমা বিষয়ে কথা বলার একপর্যায়ে উত্তেজিত হয়ে তাকে গালিগালাজ করতে থাকেন। এসময় একরামুল তাকে মারতে এলে সুলেখা বেগম গিয়ে বাধা দেন। তখন সুলেখা বেগমের বড় ছেলে মধ্যপ্রাচ্য প্রবাসী সাইদুল হক এগিয়ে গেলে একরামুল তাকে দা দিয়ে কোপ মারেন। তখন সাইদুল হককে সরিয়ে দেওয়ায় কোপটি তার গায়ে না লেগে সুলেখা বেগমের মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শুক্রবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আকমল হোসেন বলেন, আমার ছেলে প্রবাসে থাকে। সম্প্রতি দেশে এসেছে। তাকে রক্ষা করতে গিয়েই তার মা জীবন দিল। আমরা লাশ দাফনের পর থানায় মামলা করব।