এডভোকেট জামিল রাজু’র বড় ভাইয়ের দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২২, ১০:১৬:২৫ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর বড় ভাই বিশিষ্ট লাইব্রেরী ব্যাবসায়ী ফারুক আহমদ গত মঙ্গলবার দিবাগত রাত ১ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ২ ছেলে, ২ মেয়ে স্ত্রী,২ভাই ও ৫ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
বুধবার বাদ জোহর সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের রায়েরগাঁওয়ের রায়েরগাঁও জামে মাসজিদে মরহুমের জানাযা সম্পন্ন হয়। জানাযা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযার ইমামতি করেন মরহুমের খালাতো ভাই রশিদিয়া মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা তৈয়বুর রহমান।
জানাযায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল, সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ, সিলেট সদর উপজেলা জামায়াতের আমীর সুলতান আহমদ খাঁন, কালিরগ্াঁও নিবাসী মাওঃ নজরুল ইসলাম, কালারূখা কাওমী মাদরাসার মুহতামীম মাওঃ আব্দুল ওয়াহিদ, কাজিরবাজার মাদরাসার শিক্ষক মুফতি মফিজুর রহমান, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, জৈন্তাপুর ইউনিয়ন সচিব মোঃ আবদুল কাইউম, ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ জৈন উদ্দিন, সাবেক মেম্বার বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব হারুনুর রশীদ, ব্যংকার মোঃ আবদুল্লাহ, সালিশ ব্যাক্তিত্ব শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তোয়াব আলী ও প্রধান শিক্ষক মোঃ ফখর উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, সহ-সাধারণ সম্পাদক কফিলউদ্দিন আলমগীর, শ্রমিক নেতা আব্দুস সাত্তার মুন্না, বেলাল আহমদ, আবু বক্কর সিদ্দিক, আমিনুল ইসলাম, কালারূখা বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জামাল আহমদ, রায়েরগাঁও জামে মাসজিদের মোতোয়াল্লী নুরুল ইসলাম, জানাযায় রাজনৈতিক ও সামাজিক গন্য মান্য ব্যাক্তিবর্গ, ছাত্র,শ্রমিক, যুব সমাজের বিভিন্ন শ্রেণি পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। সর্বস্তরের মানুষ জানাযায় উপস্থিত হওয়ায় মরহুমের ছোট ভাই সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট জামিল আহমদ রাজু কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি