মাধবপুরে কলেজছাত্রের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২২, ৮:৩২:২৬ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঘোনাপাড়া গ্রাম থেকে শনিবার সকালে জুনাহিদ মিয়া নামে মনতলা শাহজালাল কলেজের ২য়বর্ষের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। জুনাহিদ উপজেলার সুবিদপুর গ্রামের সাবেক ্ইউপি সদস্য আব্দুল আউয়ালের ছেলে।
জুনাহিদের পরিবারের অভিযোগ জুনাহিদকে হত্যা করা হয়েছে। জুনাহিদের চাচা আব্দুল করিম জানান, উপজেলার ঘোনাপাড়া গ্রামের শিশু মিয়ার মেয়ে মরিয়মের সাথে জুনাহিদের প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার রাত ৮ দিকে মরিয়ম জুনাহিকে ফোন করে তার বাড়িতে ডেকে নেয়। পরে রাত ১০টার দিকে মরিয়ম জুনাহিদের ভাই মুসাহিদকে ফোন করে জানায় জুনাহিদ ঘোনাপাড়া গ্রামের একটি আকাশী বাগানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
মাধবপুর থানার মনতলা তদন্ত কেন্দ্রের এসআই মঞ্জুরুল হক জানান, জুনাহিদ মরিয়মের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের দুজনের মধ্যে পারিবারিকভাবে বিয়ে হওয়ায় কথাবার্তা চলছিল। কিন্তু জুনাহিদের পরিবার এ বিয়েতে অমত ছিল। ধারনা করা হচ্ছে প্রেমঘটিত কারণে জুনাহিদ রাগে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জুনাহিদের শরীরে কোন জখমের দাগ নেই।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাধবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।