সিলেটে ১৪ হাজার ৩৬৮ লিটার তেল জব্দ, জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২২, ৯:১৩:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে পুরনো দামে কেনা তেল অতিরিক্ত দামে বিক্রির জন্য মজুদ করে রেখেছেন ব্যবসায়ীরা। ভোক্তা অধিকারের ধারাবাহিক অভিযানে গুদাম ও বাসা-বাড়ি থেকে একের পর এক মজুদকৃত তেল জব্দ করা হচ্ছে। শনিবার সিলেট মহানগর ছাড়াও সুনামগঞ্জ ও মৌলভীবাজারে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ১৪ হাজার ৩৬৮ লিটার তেল জব্দ করা হয়। পাশাপাশি মজুদকারী প্রতিষ্ঠানগুলোকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফখরুল ইসলাম ও সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ’র যৌথ নেতৃত্বে সিলেট নগরীর জল্লারপারে অভিযান চালিয়ে জনপ্রিয় স্টোর নামের একটি প্রতিষ্ঠানের গুদাম থেকে সাড়ে ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ সময় মজুদকারী সুজন রায়কে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ। পরে জব্দকৃত তেল ভোক্তাদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। একই দিন বিকেলে নগরীর কাজীরবাজারে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ লিটার তেল জব্দ করা হয়। এ সময় অভিযুক্ত মজুদকারী মেসার্স ফটিক মিয়া’র মালিককে ২০ হাজার টাকা জরিমানা করে সিলেট ভোক্তা অধিকার ও কৃষি বিপণন অধিদপ্তর।
এদিকে শনিবার সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে মেসার্স সালাউদ্দিন স্টোরে অবৈধভাবে মজুদ করা ৯ হাজার ১৬৮ লিটার সয়াবিন তেল জব্দ করে র্যাব ও ভোক্তা অধিদপ্তর। এ সময় ওই প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমিন।
এছাড়া সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টের সাবেরি স্টোর নামক একটি দোকানে অভিযান চালিয়ে ৫০০ লিটার সয়াবিন তেল জব্দ ও দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে ভোজ্যতেল আগের দামে বিক্রি করা হয়। অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শফিকুল ইসলাম।