শহরতলীতে টিলা ধসে ১৪টি বসতঘর ক্ষতিগ্রস্ত
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২২, ৯:১৫:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : টানা বর্ষণে শহরতলীতে টিলা ধসের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রামের তিনটি পাকা ঘরসহ ১৪টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার রাতে ২টার দিকে সিলেট সদর উপজেলার সাহেবের বাজারের রামপুর ও কোনাটিলা গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে।
এদিকে খবর পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক। এ সময় ঝুঁকি পূর্ণ স্থান থেকে বসবাসকারীদের অন্যত্র সরিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।
ক্ষতিগ্রস্ত আব্দুল খালিক জানান, রাত ২টার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে ধান গোছাতে ব্যস্ত ছিলেন। হঠাৎ পেছনের টিলা ধসে ঘরে পড়ে যায়। এসময় ঘরের দেয়াল ভেঙে টিলার মাটি ভেতরে প্রবেশ করে। এতে আমাদের ঘর ক্ষতিগ্রস্থ হয় ও দরজা-জানালাসহ অনেক জিনিসপত্র ভেঙে যায়। অল্পের জন্য বেঁচে যায় আমার পরিবার। তিনি বলেন, রামপুর ও কোনাটিলা গ্রামের প্রায় ১৪টি ঘর ভেঙে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক জানান, ভ‚মিধসে বেশ কয়েকটি ঘরের ক্ষতি হয়েছে। ঝুঁকি এড়াতে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছি। উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।