মেজরটিলা-আলুরতল রাস্তা যেন মিনি জলাশয়
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২২, ৯:৪৭:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ইসলামপুর মেজরটিলা এলাকা সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকা। আগে ছিল খাদিমপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড। সিটিতে একিভুত হলেও কোন পরিবর্তন হয়নি চিরচেনা মেজরটিলা এলাকার। কয়েকদিনের টানা বৃষ্টিপাতে মেজরটিলা থেকে আলুরতল পর্যন্ত পুরো রাস্তা মিনি নদীতে পরিনত হয়েছে। এছাড়া অধিকাংশ বাসা-বাড়ীতে পানিতে উঠার কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ। রাস্তায় কোমর পানি হওয়ার কারণে স্কুলে যেতে পারছেনা শিক্ষার্থীরা। অনেকে নৌকায় চড়ে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে নগরীর ইসলামপুর বাজার থেকে আলুরতল পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা জলাবদ্ধতাজনিত কারণে পানির নিচে তলিয়ে গেছে। মেজরটিলা বাজার থেকে সৈয়দপুর, জাহানপুর, মোহাম্মদপুর, আলুরতল পাশর্^বর্তী কয়েকটি এলাকার মানুষ গৃহবন্দি অবস্থায় রয়েছে। বিশেষ করে সৈয়দপুর এলাকার পরিস্থিতি খুবই করুন। এই এলাকার মানুষ কোমর পানি মাড়িয়ে বাসা থেকে বের হতে পারছেন না। মসজিদে যেতে হলেও নৌকার সাহায্য নিতে হচ্ছে। অসুস্থতাজনিত কারণে কাউকে হাসপাতালে নিতে হলেও পোহাতে হচ্ছে সীমাহিন দুর্ভোগ।
এলাকাবাসী জানান, এই পরিস্থিতি নতুন নয়। কয়েক বছর থেকে টানা কয়েকদিন বৃষ্টি হলেই এমন দুর্ভোগের শিকার হচ্ছেন মানুষ। বিগত সময়ে একাধিকবার রাস্তার উচু এবং নির্মাণের জন্য খাদিমপাড়া ইউনিয়ন চেয়ারম্যান বরাবরে যোগাযোগ করা হলেও কোন লাভ হয়নি। সম্প্রতি এলাকাটি সিলেট সিটি কর্পোরেশনের অধিভুক্ত হওয়ায় আরো বিপাকে পড়েছেন এলাকার মানুষ। এখনো আনুষ্ঠানিকভাবে এলাকার মানুষকে নিয়ে মেয়র কিংবা সিটি কর্পোরেশনের কেউ বসেনি। তাদের দুঃখ দুর্দশার কথা শোনার জন্য সিটির কেউ কোন উদ্যোগ না নেয়ায় চরম দুর্ভোগে আছেন তারা। মেয়র দেশে আসলে এ ব্যাপারে এলাকাবাসী মেয়রের সাথে বসবেন বলে স্থানীয়রা জানান।
সৈয়দপুর এলাকার বাসিন্দা শালিস ব্যক্তিত্ব মাওলানা আশরাফ আলী জানান, আজ ৩ দিন থেকে পানিবন্দি হয়ে ঘরবন্দি হয়ে আছি। বাসা থেকে বের হলে কোমর পানি মাড়িয়ে যেতে হয়। নামাজের জন্য মসজিদেও যাওয়া যাচ্ছেনা। আমরা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি। আগে ইউনিয়নে ছিলাম এখন সিটিতে অন্তর্ভুক্ত হয়েছি। কিন্তু আমাদের এলাকার কোন পরিবর্তন হয়নি। শীঘ্রই আমরা এ নিয়ে মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে দেখা করবো।
এ ব্যাপারে কথা বলতে খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদকে একাধিকবার কল করলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।