প্রবীণ রুকন ফজলুর রহমানের ইন্তেকাল: জামায়াতের শোক
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২২, ৯:৫৪:৫১ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানার ১৬নং ওয়ার্ডের প্রবীণ রুকন ও ব্যবসায়ী নগরীর নয়াসড়ক আছমা মনজিল (আল হেলাল-২) নিবাসী ফজলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি শনিবার সকাল ৭টায় নিজ বাসভবনে বার্ধ্যক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
শনিবার বাদ আসর নগরীর নয়াসড়ক জামে মসজিদে জানাযা শেষে মানিকপীর (র.) কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।
মহানগর জামায়াতের শোক : জামায়াতের প্রবীণ রুকন ফজলুর রহমান এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াত ও কোতোয়ালী পূর্ব থানা জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক যৌথ শোক বার্তায় সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, কোতোয়ালী পূর্ব থানা আমীর হাফিজ মশাহিদ আহমদ, নায়েবে আমীর রফিকুল ইসলাম মজুমদার ও সেক্রেটারী মুহিব আলী বলেন, মরহুম ফজলুর রহমান জামায়াতের প্রবীণ রুকন ছিলেন। তার মৃত্যুতে আমরা ইসলামী আন্দোলনের একজন গুনী অভিভাবককে হারালাম। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।