কোম্পানীগঞ্জে বন্যার্তদের পুলিশের লাঠিচার্জে জেলা বিএনপির নিন্দা
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২২, ৬:১৭:২৪ অপরাহ্ন
কোম্পানীগঞ্জে ত্রাণ নিতে আসা বন্যাদুর্গত মানুষের উপর পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ। ত্রাণ বিতরণের নামে ফটোসেশন ও মানুষের সাথে প্রতারণা থেকে বিরত থাকার এবং বন্যাদুর্গত মানুষকে প্রয়োজনীয় সহায়তা দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তারা।
এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, কোম্পানীগঞ্জের হাজার হাজার মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। শুধু কোম্পানীগঞ্জই নয়, সিলেট জেলার অধিকাংশ এলাকা বন্যা প্লাবিত। বন্যার্ত মানুষ খুব কষ্টে দিনাতিপাত করছে। কিন্তু সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ তৎপরতা না দিয়ে উল্টো ত্রাণ নিতে আসা বন্যার্ত মানুষের উপর পুলিশের বেপরোয়া লাঠিচার্জের অমানবিক ঘটনায় সিলেটবাসী বিস্মিত হয়েছে।
আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বন্যার্ত অসহায় মানুষের মাঝে লাঠিচার্জে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি। একই সাথে সিলেটের সকল বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা নিশ্চিত করার জন্য সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি। বিজ্ঞপ্তি