বন্যায় ক্ষতিগ্রস্তদের মহানগর শিবিরের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২২, ৬:২২:৫১ অপরাহ্ন
সিলেটে আকষ্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা। শনিবার ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম ক্ষতিগ্রস্থ এলাকা ও বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসায় ব্যাবহৃত ঔষুধ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি আবদুল্লাহ আল-ফারুক এবং মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় শিবির সভাপতি রাশেদুল ইসলাম বলেন, এবারের আকষ্মিক বন্যায় সিলেট অঞ্চলের মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেটের লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানববেতর জীবনযাপন করছে। ইতিমধ্যে খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধপত্রসহ নানা সঙ্কট দেখা দিয়েছে। সিলেটের এই কঠিন সময়ে সরকারের নামমাত্র ত্রাণ তাৎপরতায় সিলেটবাসী উদ্বিগ্ন।
উল্লেখ্য, সিলেট অঞ্চলের এবারের বন্যায় প্রায় শতাধিক পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেছে ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা। তাছাড়া বর্তমান পরিস্থিতি ও বন্যা পরবর্তী পরিস্থিতিকে মাথায় রেখে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে যার কার্যক্রম চলমান রয়েছে। বিজ্ঞপ্তি