শান্তিগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ শুরু
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২২, ৬:৪৬:৩৭ অপরাহ্ন
শান্তিগঞ্জ সংবাদদাতা: করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত দুই বছর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের ভোটার হালনাগাদ কার্যক্রম বন্ধ থাকার পর শুক্রবার থেকে পুনরায় হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপে সারাদেশের ৬৪ জেলার ১৩৯টি উপজেলার ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়ও এ কার্যক্রম শুরু হয়। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে এখন পুরোদমে চলছে হালনাগাদের কাজ। উপজেলার ৮টি ইউনিয়নে ১৭ জন সুপারভাইজারের অধিনে মোট ৭২ জন তথ্য সংগ্রহকারী মাঠ পর্যায়ে কাজ করছেন। এ কার্যক্রম চলবে ৯ জুন পর্যন্ত।
উপজেলা নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, এবার আগামী তিন বছরের মধ্যে যারা ভোটার হওয়ার যোগ্য (১৮ বছর) হবেন, তাদের তথ্য সংগ্রহ করা হবে। সে হিসাবে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, এই হালনাগাদ কার্যক্রমে তাঁদের তথ্য সংগ্রহ করা হবে। এর মধ্যে যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৫ বা তার আগে তাদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করে চ‚ড়ান্ত ভোটার তালিকা আগামী বছরের ২ মার্চ প্রকাশ করা হবে। আর যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৬ বা তার আগে, তাদের অন্তর্ভুক্ত করে চ‚ড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০২৪ সালের ২ মার্চ এবং যাদের জন্ম ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে, তাদের অন্তর্ভুক্ত করে চ‚ড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০২৫ সালের ২ মার্চ। যাদের জন্ম ২০০৫ সালের আগে, কিন্তু বিভিন্ন কারণে ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তারাও হালনাগাদ কার্যক্রমে ভোটার হতে পারবেন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মৃত ভোটারের তথ্যও সংগ্রহ করা হবে। এ সময় ভোটার স্থানান্তরের আবেদনও করা যাবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, ২০ মে থেকে গুরুত্বপ‚র্ণ এ কার্যক্রমের শুরু হয়েছে। চলবে আগামী ৯ জুন পর্যন্ত। মাঠ পর্যায়ে আমাদের মাঠ কর্মীরা কাজ করছেন। তারা বাড়ি বাড়ি যাচ্ছেন। আমাদের সব রকমের প্রস্তুতি আছে। কাজও চলছে পুরোদমে।