আব্দুল মতিন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২২, ৭:০৯:১১ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : জাতীয় শিক্ষাসপ্তাহে কুলাউড়া উপজেলা পর্যায়ে ফলাফলে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, শিক্ষার্থী ও সহকর্মীদের উপর প্রভাব ও সহযোগিতা, চারিত্রিক দৃঢ়তা, সততা ও সুনাম, প্রশাসনিক দক্ষতা ও আর্থিক শৃংখলা, অনলাইনের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, পাঠপুস্তক প্রণয়ন, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনা, আইসিটি বিষয়ে দক্ষতা, সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস, সৃজনশীল উদ্যোগ, মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তি পালনসহ বিভিন্ন ক্যাটাগরিতে যাচাই-বাছাই শেষে তাকে ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান’ নির্বাচিত করা হয়েছে।
বর্তমানে তিনি কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কুলাউড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
দু’বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানসহ অভিভাবক, শিক্ষক ও কর্মচারীবৃন্দ মো: আব্দুল মতিনকে অভিনন্দন জানিয়েছেন।