সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ভূমি কর্মকর্তা কামাল
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২২, ৮:৫৭:৪৮ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ভূমি সেবা প্রদানে অনন্য অবদান রাখায় সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ হলেন ইউনিয়ন ভুমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ কামাল হোসেন। রোববার ভূমি সপ্তাহ ২০২১-২০২২ অর্থ বছরে ভূমি সেবায় কাজের মূল্যায়ন করে তার হাতে ক্রেষ্ট তুলে দেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন এবং তাকে একটি সনদপত্র প্রদান করা হয়।
তিনি জেলার সদর উপজেলায় ভুমি উপ-সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। ভূমি উপ-সহকারী কর্মকর্তা কামাল হোসেন শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী গ্রামের যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আমীর আলীর ছেলে।