সাবেক এমপি ফরিদ চৌধুরীর শয্যাপাশে হাফিজ মজুমদার এমপি
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২২, ৯:৫৪:২২ অপরাহ্ন
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে দেখতে গিয়েছেন উক্ত আসনের বর্তমান সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার এমপি।
সিলেট-৫ আসনের বর্তমান সংসদ সদস্য হাফিজ মজুমদার সম্প্রতি নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এমপিকে দেখতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ সহ কানাইঘাট-জকিগঞ্জের স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি