ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যকে গুলি করে হত্যা
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২২, ১০:২২:৫২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র খবরে বলা হয়েছে, রোববার তেহরানের মোহাহেদিন-ই-ইসলাম সড়কে দুই মোটরসাইকেল আরোহী বন্দুক হামলা চালিয়ে সায়াদ খোদাই নামেও ওই সদস্যকে হত্যা করে।
সায়াদ ‘পবিত্রস্থানের রক্ষক’ ছিলেন বলে উল্লেখ করেছে আইআরএনএ। সাধারণত সিরিয়া কিংবা ইরাকে ইসলামিক প্রজাতন্ত্রের পক্ষে কাজ করা কারো জন্য এই টার্মটি ব্যবহার করা হয়ে থাকে।
সায়াদ খোদাই কর্নেল ছিলেন বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনীর মতাদর্শিক শাখা ইসলামী বিপ্লবী গার্ডস। তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে বলা হয়েছে, ‘বৈশ্বিক ঔদ্ধত্যের সঙ্গে সংশ্লিষ্টরাই’ এ হামলা চালিয়েছে। বিপ্লবী গার্ড জানিয়েছে, তারা হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু করেছে।
আইআরএনএ জানিয়েছে, রোববার বিকেল ৪টার দিকে বাড়ি ফেরার পথে খোদাইয়ের ওপর পাঁচটি গুলি চালানো হয়। বার্তা সংস্থাটির প্রকাশিত এক ছবিতে দেখা গেছে, চালকের আসনে বসা এক ব্যক্তি উপুড় হয়ে আছেন। তার নীল রঙের শার্টের কলার এবং ডান হাতের ওপরে রক্ত লেগে আছে। তার সিট বেল্ট বাঁধা এবং সামনের যাত্রীর আসনের দিকের জানালা দিয়ে গুলি চালানো হয়েছে। সূত্র : এএফপি।