কানাইঘাটে তালিকা হালনাগাদ দু’ সপ্তাহ পিছিয়েছে
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২২, ৯:২৬:৩৮ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি : নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। মোট চারটি ধাপে এই কার্যক্রম চলবে। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত দুই বছর হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেনি নির্বাচন কমিশন (ইসি)।
উপজেলা নির্বাচন অফিসার তপন চন্দ্র শীল জানান, গত ২০ মে থেকে কানাইঘাট উপজেলায় ভোটার হালনাগাদ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বন্যার কারণে হালনাগাদ কার্যক্রম শুরু করা যায়নি। এই মুহুর্তে বাড়ী বাড়ী গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বন্যার পানি কানাইঘাটে কমতে শুরু করেছে। বিষয়টি আমি ইসিকে জানানোর পর কানাইঘাটে হালনাগাদ কার্যক্রম দু-সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে। পরবর্তীতে কানাইঘাট উপজেলায় হালনাগাদ ভোটার কার্যক্রমের তারিখ ও সময় জানানো হবে।