বড়লেখায় খাদিমুল কোরআন পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২২, ৬:১৭:৩৪ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলার দ্বীনি সংগঠন খাদিমুল কোরআন পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার বাদ যোহর বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ইয়াহইয়া আহমদের সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব ও বিগত তিন বছরের কার্যক্রমের রিপোর্ট পেশ করেন পরিষদের সভাপতি মুফতি রুহুল আমীন। সভার শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সাইফুর রহমান। স্বাগত বক্তব্য দেন পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
কাউন্সিল অধিবেশনে চলমান কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিতে ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠনপূর্বক তাদের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়। ৩ বছর মেয়াদি নির্বাচন কমিশনের নেতৃবৃন্দ হলেন, সভাপতি মুফতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক ইয়াহইয়া আহমদ, সাংগঠনিক সম্পাদক জয়নুল ইসলাম, কোষাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আবিদুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক রুহুল আমীন এবং অফিস সম্পাদক আব্দুর রহিম।
সম্মেলনে বক্তব্য দেন, পরিষদের উপদেষ্টা মুফতি খায়রুল ইসলাম, মাওলানা শায়েখ রমিজ উদ্দীন, মাওলানা মুঈনুদ্দীন, মাওলানা আফতাবুদ্দীন, মাওলানা মখলিসুর রহমান, পরিষদের সহ-সভাপতি আব্দুল নূর, সহ-সাধারণ সম্পাদক মুফতি আব্দুল বাসিত, সদস্য মাওলানা ইমাম উদ্দীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খাদিমুল কোরআন পরিষদ সুজানগরের সভাপতি মাওলানা আব্দুল কাদির, মাওলানা বশির উদ্দীন, পরিষদের সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম, আজিমগঞ্জ মাদ্রাসার নাইবে নাজিমে তালিমাত মুফতি হারুনুর রশীদ, পরিষদের যুগ্ম-সম্পাদক হাফিজ মাওলানা সাদিক আহমদ, বড়লেখা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা লায়েছ আহমদ, বোবারথল মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হালিম সেলিম, বড়লেখা হাজিগঞ্জ বাজারের ব্যবসায়ী জমির উদ্দীন, শহিদুল ইসলাম বাবুল, আব্দুল কাইয়ুম, আব্দুল লতিফ, পরিষদের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আবিদুর রহমান, পরিষদের সদস্য মাওলানা ছালেহ আহমদ, ফয়েজ আহমদ সুমন, মাওলানা মাহবুবুর রহমান, রুহুল আমীন, জয়নুল ইসলাম, ফয়জুর রহমান, আব্দুল লতিফ, আব্দুর রহিম, মাওলানা তায়েফ আহমদ, খাদিমুল কোরআন পরিষদ অফিস বাজারের সভাপতি হাফিজ মাওলানা এনামুল হক, সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল আহাদ, মাওলানা শিহাবুদ্দীন শিবলী, মাস্টার খালেদ আহমদ, মাওলানা হাসান আহমদ, মাওলানা আব্দুস সবুর সুমন, মাওলানা জাহিদুল ইসলাম, হাফিজ ফাহিম আহমদ প্রমুখ।