কুলাউড়ায় জনশুমারি ও গৃহগণনা ১৫ জুন শুরু
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২২, ৬:২৭:৫৭ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলা শুমারি, জরিপ কমিটির অবহিতকরণ সভা সোমবার বিকেলে কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়সাল আহমদ নিয়াজীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক নন্দিনী দেব। সভায় জুন মাসের ১৫-২১ পর্যন্ত দেশব্যাপী পরিচালিত জনশুমারি ও গৃহগণনা কুলাউড়া উপজেলায় সুষ্ট ও নির্ভুলভাবে সম্পন্নের জন্য বিভিন্ন ইউনিয়নে মাইকিং, বিভিন্ন মসজিদ-মন্দিরে প্রচারনাসহ বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সর্বমহলের সহযোগিতার আহŸান জানানো হয়।
সভায় ফয়সাল আহমদ নিয়াজী জানান, ১৫-২১ জুন পর্যন্ত কুলাউড়া উপজেলায় পরিচালিত জনশুমারি ও গৃহগণনার কাজ সঠিকভাবে সম্পন্নের জন্য ইতিমধ্যে প্রতি দু’ইউনিয়নে ১ জন করে জোনাল অফিসার ও আইটি সুপারভাইজার ছাড়াও ১২৮ জন সুপারভাইজার ও ৭৩৭ জন গণনাকারীসহ মোট ৮৭৯ জন লোকবল নিয়োগ করা হয়েছে। সভায় কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।