৩৮ ও ৩৯নং ওয়ার্ডে অমুসলিমদের মাঝে জামায়াতের খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২২, ৬:৩৭:২৯ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরী সহকারী সেক্রেটারী মোহাম্মদ আব্দুর রব বলেছেন, ইসলাম হচ্ছে ধর্মীয় সম্প্রীতি রক্ষার মিনার। কোন সঙ্কটে মানুষের সাহায্যে এগিয়ে আসতে ইসলাম আমাদের শিক্ষা দেয়। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত অমুসলিম ভাইয়েরাও এদেশের নাগরিক আমাদের প্রতিবেশী। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসতে হবে।
তিনি মঙ্গলবার সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াতের উদ্যোগে নগরীর ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডের অমুসলিম পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণকালে উপরোক্ত কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ থানা জামায়াতের আমীর মুফতি আলী হায়দার, সেক্রেটারী মাওলানা জুনাইদ আল হাবীব, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল লতিফ, ৩৮নং ওয়ার্ড সভাপতি দুলাল আহমদ, সহ-সভাপতি মাষ্টার গোলজার আহমদ, উসমান গনি, শালিস ব্যক্তিত্ব ৩৯ নং ওয়ার্ড সহ-সভাপতি মাষ্টার আব্দুল হান্নান, সেক্রেটারী সাব্বির আহমদ, শ্রমিক নেতা জগলু আহমদ ও নাজমুল ইসলাম প্রমূখ।
এসময় নেতৃত্বস্থানীয় হিন্দুদের মধ্যে উপস্থিত ছিলেন, দিলু দাস, শিতল চন্দ্র ও বাদল দাস প্রমূখ। বিজ্ঞপ্তি