বন্যায় ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষের সঙ্কট চরমে – শাহপরানে জামায়াতের ত্রাণ বিতরণকালে ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২২, ৬:৩৭:১৭ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, নগরীর প্রায় সব এলাকা থেকে বন্যার পানি কমতে শুরু করলেও মানুষের দু:খ দুর্দশা কমেনি। একনাগাড়ে পানিবন্দী থাকায় নি¤œ আয়ের মানুষ চরম সংকটে পড়েছে। খাদ্য ও বিশুদ্ধ খাবার পানি সংকটের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন পানি নেমে যাওয়া এলাকার বাসিন্দারা। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে সরকার ও সামর্থবানদের এগিয়ে আসা উচিত।
তিনি মঙ্গলবার সিলেট মহানগরীর শাহপরান পূর্ব থানা জামায়াতের উদ্যোগে জালালাবাদ নলেজ সিটি আশ্রয় কেন্দ্রে খাদ্য সামগ্রী বিতরণকালে উপরোক্ত কথা বলেন। এছাড়া সোমবার ও মঙ্গলবার নগর জামায়াতের উদ্যোগে ধারাবাহিক ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে নগরীর বন্যা কবলিত এলাকায় ত্রাণ তাৎপরতা অব্যাহত ছিল।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, শাহপরান পূর্ব থানা জামায়াতের আমীর শামীম আহমদ, জামায়াত নেতা মঞ্জুর রহমান প্রমূখ।