কোম্পানীগঞ্জে জামায়াতের ত্রাণ বিতরণ অব্যাহত
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২২, ৮:৪৮:৪২ অপরাহ্ন
বন্যায় বিপর্যস্ত কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ধারাবাহিক ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার দিনভর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্ত মানুষের খোঁজ খবর নেন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা (উত্তর) সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, জামায়াতনেতা আজমান আলী, মাওলানা রুহুল আমীন, নজরুল ইসলাম, ছাত্র শিবির নেতা লোকমান আহমদ প্রমূখ।
এসময় জয়নাল আবেদীন বলেন, বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল। বন্যাক্রান্ত মানুষ চরম দুঃসময় অতিক্রম করছে। তাদের তাদের দুঃখ দুর্দশা অবর্ণনীয়। সামর্থ্যের আলোকে সবাইকে এই সব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। বিজ্ঞপ্তি