কখনও মাঙ্কি পক্স হয়নি এমন দেশেও ছড়াচ্ছে সংক্রমণ : সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২২, ১০:২৫:৪৪ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : এবার আফ্রিকার বাইরেও মাঙ্কি পক্স। ৪০ বছর আগে খোঁজ পাওয়া এই রোগ এই প্রথম ইউরোপ-আমেরিকাতেও ছড়াচ্ছে। এ নিয়ে চিন্তিত বিশ^ স্বাস্থ্য সংস্থা।
মাঙ্কি পক্সের নাম হয়তো শোনা ছিল। কিন্তু এই রোগ আসলে কি তা জানতই না ইউরোপ-আমেরিকা। আফ্রিকার বাইরে এবার এমন এমন দেশে এই রোগ ছড়াচ্ছে, যা নিয়ে বিস্মিত গবেষকরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভেবে পাচ্ছেন না, কী ভাবে এই সমস্ত দেশে সংক্রমণ ছড়াতে পারে!
১২টি দেশ, যারা এই প্রথম মাঙ্কি পক্সের প্রাদুর্ভাব দেখছে। ব্রিটেন, কানাডা, জার্মানি, সুইডেন, অস্ট্রেলিয়া, আমেরিকার মতো দেশে মাঙ্কি পক্স ধরা পড়েছে। এই সমস্ত দেশে অন্তত ১৭০ জন মাঙ্কি পক্স আক্রান্ত বলে নিশ্চিত করেছে বিশ^ স্বাস্থ্য সংস্থা। মাঙ্কি পক্স হয়েছে বলে সন্দেহের তালিকায় রয়েছেন আরও ৮৭ জন। সংক্রমণ ছড়ানো নতুন দেশগুলির তালিকায় রয়েছে ইউরোপের স্পেন, ফ্রান্স, লাতিন আমেরিকার আর্জেন্টিনা, পশ্চিম এশিয়ার ইজরায়েলের নামও। এমনকি, উত্তর আফ্রিকার মরক্কোতেও এই প্রথম মাঙ্কি পক্সের সংক্রমণ দেখা দিয়েছে।
আশির দশকে মাঙ্কি পক্সের প্রাদুর্ভাব। তার পর থেকে মূলত পশ্চিম এবং মধ্য আফ্রিকার দেশগুলিতেই এই রোগ সীমাবদ্ধ ছিল। কারণ মাঙ্কি পক্স পশুবাহিত রোগ। আর যে ধরনের পশুর শরীর থেকে এ রোগ ছড়ানোর সম্ভাবনা তারা মূলত গ্রীষ্মপ্রধান এলাকার বৃষ্টি বনাঞ্চলের (রেইন ফরেস্ট) বাসিন্দা।
এদিকে, সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানালো, আক্রান্ত নয় এরকম দেশগুলিতে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা যেতে পারে। পাশাপাশি এই দেশগুলিতে এক মানুষ থেকে অন্য মানুষে ভাইরাসের সংক্রমণও রোধ করা সম্ভব।
মাঙ্কিপক্স নিয়ে গবেষণার নেতৃত্বে থাকা মারিয়া ভ্যান কেরখোভ জানিয়েছেন, এখনও পর্যন্ত একশোর বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। তিনি জানান, এক জন অন্য জনের ঘনিষ্ঠ সংস্পর্শে এলে, বিশেষ করে ত্বকের সংস্পর্শে এলে এই রোগ ছড়িয়ে পড়ে। এছাড়াও এখনও পর্যন্ত যাঁরা মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন, তাঁদের অতীতে কোনও অন্য কঠিন রোগে আক্রান্ত হওয়ার ইতিহাস নেই বলেও তিনি জানিয়েছেন।
এদিকে, এই পরিস্থিতিতে মাঙ্কিপক্সে আক্রান্তদের জন্য ২১ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামুলক করল বেলজিয়াম সরকার। গত এক সপ্তাহে বেলজিয়ামে ৪ জন সংক্রমিত এই ভাইরাসে। তার পরেই কোয়ারেন্টাইন আবশ্যিক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্বে বেলজিয়ামই প্রথম এই ভাইরাসে আক্রান্তদের জন্য ২১ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামুলক করল।