সাংবাদিক মঞ্জু’র উপর হামলাকারীদের গ্রেফতার না করায় জামায়াতের উদ্বেগ
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২২, ৬:৩৭:৪৩ অপরাহ্ন
সম্প্রতি নগরীতে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি ও চ্যানেল এস সিলেটের প্রধান প্রতিবেদক মঈন উদ্দিন মঞ্জুর উপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। ঘটনার ৩দিন পেরিয়ে গেলেও এখনও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার না করায় উদ্বেগ প্রকাশ করেন তারা।
বুধবার এক বিবৃতিতে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, নগরীতে একটি ছাত্র সংগঠনের মিছিলে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের আকস্মিক হামলার ঘটনার ভিডিও ধারণকালে ছাত্রলীগ সন্ত্রাসীরা সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জুর উপর হামলা চালায়। ঘটনার ৩দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতার না করা অত্যন্ত দুঃখজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে ছাত্রলীগ সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের জোর দাবী জানাচ্ছি। বিজ্ঞপ্তি