কানাইঘাট-জকিগঞ্জের বিভিন্ন এলাকায় জামায়াতের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২২, ৬:৪৪:০০ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা (উত্তর) আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেছেন, বন্যার ক্ষয়ক্ষতি বিশাল। বন্যার পানি কমতে শুরু করলেও মানুষের দুর্ভোগ কমছে না। বন্যার্ত মানুষের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ পানি নেমে গেলে ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি মেরামত এবং ফসল, গবাদিপশু ইত্যাদির ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠা। তিনি বন্যা পরবর্তী পুনর্বাসনে এখন থেকে উদ্যোগ নিতে সরকার ও স্থানীর বিত্তশালীদের প্রতি আহŸান জানান।
আনওয়ার হোসাইন খান বুধবার বন্যাদুর্গত কানাইঘাট উপজেলার জুলাই সাতপারি, জকিগঞ্জ উপজেলার বারহাল শরীফাগঞ্জ, মাতারগ্রাম ও ডেমার গ্রাম এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় বিতরণ কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা উত্তর জামায়াতের নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জকিগঞ্জ উপজেলা আমীর মাওলানা কাজী জালাল উদ্দিন, কানাইঘাট উপজেলা সেক্রেটারী হাফিজ তাজ উদ্দিন, জকিগঞ্জ উপজেলা সেক্রেটারী ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান গোলাম রুকবানী চৌধুরী জাবেদ, বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সাতবাঁক ইনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম শামিম, জামায়াত নেতা মোহাম্মদ আলী, আতাউর রহমান আফতাব, বোরহান উদ্দিন মেম্বার, সালমান আহমদ, ফখর উদ্দিন, মামুনুর রশীদ মামুন, মতিউর রহমান, জাকির হোসেন প্রমূখ। এসময় বন্যার্তদের মধ্যে চাল, ডাল, তেল, পেঁয়াজ ইত্যাদি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি