ব্রাক্ষণবাড়িয়ায় দুর্ঘটনায় ফেঞ্চুগঞ্জের যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২২, ৬:২৬:০০ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা:
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাক্ষণবাড়িয়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান খান রুবেল ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজানপুর গ্রামের মৃত আতাউর রহমান খাঁনের ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দ্র বসু জানান, সকালে সিলেটগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস ও বিপরীত দিক থাকে আসা দিগন্ত পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের এক যাত্রী নিহত হন। আহত হয়েছেন আরও দুইজন। তিনি আরও বলেন, হতাহতদের স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সরাইল দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার করেন।
জানা যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রাম থেকে বৃহস্পতিবার ভোরে চিকিৎসার জন্য একটি মাইক্রোবাস নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন মরহুম মাওলানা শামসুদ্দোহা খান রাসেলের স্ত্রী সন্তান এবং ছোট ভাই পাবেল খান ও রুবেল খান। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাম্মণবাড়িয়ার এ সড়ক দুর্ঘটনা ঘটে।