আল-মানার ২য় সংখ্যার প্রকাশনা অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২২, ৮:০৩:৪২ অপরাহ্ন
‘সাহিত্য, সংস্কৃতি ও সংবাদের সন্ধানে’ ত্রৈমাসিক ‘আল মানার’র ২য় সংখ্যার প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২ টায় সালুটিকর ডিগ্রি কলেজ হলরুমে সম্পাদকমÐলীর সভাপতি প্রকৌশলী ইকবাল আহমদের সভাপতিত্বে ও সম্পাদক মো. মামুনুর রশিদের সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও ইয়র্ক বাংলার সম্পাদক মাওলানা রশীদ আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আল-মানার উত্তর সিলেটের সাহিত্য চর্চার অন্যতম মাধ্যম হবে। এর দ্বারা এলাকায় সাহিত্যপ্রেমী তৈরি হবে। পাশাপাশি অপসংস্কৃতি রোধে আল-মানার অগ্রণী ভ‚মিকা পালন করবে।
হাফিজ আফতার হুসেনের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাট ছাত্র পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোয়াইনঘাট ছাত্র পরিষদ সিলেট’র সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, কলামিস্ট নজরুল ইসলাম, রুস্তমপুর ডিগ্রি কলেজের প্রভাষক (ইংরেজি) মো. লুৎফুর রহমান। বিজ্ঞপ্তি