শিক্ষার হার ও মান বাড়াতে হবে —জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২২, ৮:০৪:৫৩ অপরাহ্ন
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, দেশের শিক্ষা হার ৮০ ভাগ আর বালাগঞ্জের শিক্ষার হার ৫০ ভাগ। তিনি বলেন, শিক্ষার হার ও মান বাড়াতে হবে। বিদেশ যাওয়ার প্রবণতা কমিয়ে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। ধনী ও প্রবাসীদের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে এগিয়ে আসতে হবে।
তিনি বৃহস্পতিবার বালাগঞ্জ উপজেলার সরকারী কর্মকতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর, ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, মহিলা ভাইস চেয়ারম্যান শেবু আক্তার মনি, পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান মোঃ শিহাব উদ্দিন, বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান নাজমুল আলম, পশ্চিম গৌরীপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান মাখন, বালাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল মুনিম, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান এম মুজিবুর রহমান, বালাগঞ্জ সরকারী ডিগ্রী কলেজ অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, সহকারী কমিশনার সুমাইয়া ফেরদৌস, প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ন চন্দ্র মল্লিক, মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, প্রকৌশলী মোস্তাকীন শরিফ, কৃষি কর্মকর্তা মোঃ সুমন মিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হামিদা বেগম, সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রশিদ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আফরোজা আতিক, শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভুইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতি ভুষন দাশ, আনসার ভিডিপি কর্মকর্তা হারুন রশিদ, প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার চক্রবর্তী, জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান প্রমুখ।
পরে তিনি বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ এবং সমাসেবা অফিসের উদ্যোগে ভিক্ষুকমুক্ত করণের লক্ষে কয়েকটি পরিবারের মধ্যে ভেড়া বিতরণ করেন। এছাড়াও তিনি বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি