গোলাপগঞ্জে বঙ্গবন্ধু যুব ঋণের চেক বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২২, ৮:১০:২২ অপরাহ্ন
গোলাপগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে প্রশিক্ষিত যুবকদের মাঝে বঙ্গবন্ধু যুব ঋণ এর চেক বিতরণ করছে কর্মসংস্থান ব্যাংক গোলাপগঞ্জ শাখা। উপজেলার ৮ জন যুব ও যুব নারীদের মধ্যে ১০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০ টায় গোলাপগঞ্জ শাখা অফিসে সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক আমিনুর রহমানের সভাপতিত্বে ও কর্মসংস্থান ব্যাংক গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমের পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান পর্ষদ কর্মসংস্থান ব্যাংক ও সাবেক সিনিয়র সচিব মোঃ নূরুল আমিন।
চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির, কর্মসংস্থান ব্যাংক কোম্পানিগঞ্জ শাখার ব্যবস্থাপক মাহমুদুল হক খান, দক্ষিণ সুরমা শাখার অফিসার দেবাশীষ সরকার।