চার উপজেলায় জেলা আওয়ামী লীগের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২২, ৮:২৬:৫৭ অপরাহ্ন
সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সিলেট জেলার সকল উপজেলায় (১৩টি উপজেলা) বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সিলেট জেলার ৪টি উপজেলা সিলেট সদর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়েছে।
সিলেট সদর উপজেলার ঘোপাল বাজারে, কোম্পানীগঞ্জ উপজেলার উপজেলা মিলনায়তনে, গোয়াইনঘাট উপজেলায় উপজেলা প্রেসক্লাবে এবং জৈন্তাপুর উপজেলা মিলনায়তনে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, সহ-সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ, আইন সম্পাদক এড. আজমল আলী, কোষাধ্যক্ষ শমসের জামাল, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মবশ্বির আলী, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, শ্রম সম্পাদক মোঃ সাইফুর রহমান খোকন, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মো: নিজাম উদ্দিন চেয়ারম্যান, আমাতোজ জোহরা রওশন জেবিন, কামাল আহমদ, এড. আফসর আহমদ, জাহাঙ্গীর আলম, ডাঃ নাজরা আহমদ চৌধুরী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি