নদী সম্মেলনে যোগ দিতে কাল ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২২, ৮:০১:১৩ অপরাহ্ন
এশিয়ান কনফ্লুয়েন্স আন্তর্জাতিক নদী সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল কাল শুক্রবার ভারত যাচ্ছে। দুইদিনব্যাপী এই সম্মেলন শনিবার (২৮ মে) ভারতের আসাম রাজ্যের রাজধানী গৌহাটিতে শুরু হবে।
সম্মেলনে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মন্ত্রী, এমপি সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদমর্যাদার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে আছেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক শামসুল আলম, সাবেক মন্ত্রী তারানা হালিম, বিশিষ্ট পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত, দিল্লী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ারের প্রধান, সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক, সিলেট জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জগলু চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বকস লিপন, বাসসের সিলেট প্রতিনিধি মকসুদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি