বিশ্বনাথে প্রতিবন্ধিদের মধ্যে ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২২, ৮:৩০:০২ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি :
বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এস.এম. নুনু মিয়া বলেছেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়, তারা আমাদের সম্পদ। প্রত্যেক এলাকার প্রতিবন্ধীকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত প্রসারিত করে তাদেরকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে।
তিনি বৃহস্পতিবার বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের বিশ্বনাথে এক গ্রামে ৩শ প্রতিবন্ধির ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও সচিব নারায়ণ দেবনাথের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার একলিমিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ফখর উদ্দিন, রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরব শাহ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের মেম্বার জামাল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুহেল রানা, রামপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আবুল কাশেম, প্যানেল চেয়ারম্যান-২ আবুল খয়ের, প্যানেল চেয়ারম্যান-৩ মিনা বেগম, মেম্বার ইছহাক আলী, আজাদ মিয়া, ১নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার আছারুন নেছা, পৌর আওয়ামী লীগের সদস্য দবির মিয়া, রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রফিজ আলী প্রমুখ নেতৃবৃন্দ।