জৈন্তায় ১শ পরিবারের মাঝে স্বেচ্ছাসেবী সংস্থার খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২২, ৬:১৩:১১ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে বন্যাদুর্গত ১শ পরিবারের মাঝে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, আব্দুল হালিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জৈন্তাপুর উপজেলা শাখার সাবেক সভাপতি নুরুল ইসলাম, ছাত্রনেতা আলমাছ আহমদ সহ স্থানীয় ব্যক্তিবর্গ।