বড়লেখায় হত্যা চেষ্টা মামলায় প্রধান শিক্ষকসহ ৪ আসামী কারাগারে
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২২, ৭:৫০:৫৪ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় জনৈক বদরুল ইসলামের মামলায় দুই ভাতিজা ও নাতিসহ গজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপ্তাব আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার বড়লেখা সিনিয়র জুডিসিয়েল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হকের আদালতে তারা জামিন নিতে হাজির হন।
আদালত সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক আপ্তাব আলী, তার দুই ভাতিজা ইসলাম উদ্দিন, আলমাছ উদ্দিন ও নাতি সালা উদ্দিন মুন্না পূর্ব-বিরোধের জেরে প্রতিবেশি আব্দুল আহাদের ছেলে বদরুল ইসলামকে ১২ ফেব্রæয়ারি রাতে মারধর করেন। রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় আহত বদরুল ইসলাম প্রধান শিক্ষক আপ্তাব আলীসহ চার জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
আদালতের এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত জানান, একটি হত্যা চেষ্টা মামলায় গজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপ্তাব আলীসহ চার আসামিকে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রধানশিক্ষক আপ্তাব আলীর স্ত্রী স্কুল শিক্ষক বদরুন নেছার দাবী ষড়যন্ত্রমুলকভাবে তার স্বামীসহ চার জনের বিরুদ্ধে জনৈক বদরুল ইসলাম মিথ্যা মামলা দায়ের করেছে।