হাজীগঞ্জে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২২, ৮:০৬:২২ অপরাহ্ন
কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় দক্ষিণ সুরমা উপজেলার হাজীগঞ্জে সরিষার বীজ উৎপাদন বøক প্রদর্শনীর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন বৃহস্পতিবার বিকাল ৩টায় কাজিরগাঁও মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
মোগলাবাজার ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার অমর দাশের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি অফিসার এ. কে. আজাদ ফাহিম এর সঞ্চালনায় ডিসকাসন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সিলেট জেলার অতিরিক্ত উপপরিচালক মোঃ ফারুক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলার উপজেলা কৃষি অফিসার সুব্রত দেবনাথ, দক্ষিণ সুরমা উপজেলার উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, কৃষি স¤প্রসারণ অফিসার মোঃ আবদুল মোমিন, উপসহকারী কৃষি অফিসার পাম্পী রাণী দেব প্রমূখ। এসময় স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।