২য় দিনে ছয় উপজেলায় জেলা আ’লীগের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২২, ৮:৫৬:০৪ অপরাহ্ন
জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সিলেটের বন্যাদুর্গত ১৩টি উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার ২য় দিন দুইটি টীমে সিলেট জেলার ৬টি উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। উপজেলাগুলো হচ্ছে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, বিয়ানীবাজার, বিশ্বনাথ, গোলাপগঞ্জ এবং ওসমানীনগর উপজেলা।
দক্ষিণ সুরমা উপজেলার চন্ডিপুল এলাকার শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে, বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে, বিয়ানীবাজার উপজেলা পরিষদ মিলনায়তনে, বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে, গোলাপগঞ্জ উপজেলায় রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এবং ওসমানীনগর উপজেলার তাজপুর ডাক বাংলো প্রাঙ্গণে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
দুইটি টীমে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, সহ-সভাপতি এড. শাহ মোঃ মোসাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, আইন সম্পাদক এড. আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মবশ্বির আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দপ্তর সম্পাদক মো: মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হাসিব মনিয়া, মোস্তাকুর রহমান মফুর, সৈয়দ মিসবাহ উদ্দিন, আবদাল মিয়া, এড. বদরুল ইসলাম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, আনহার মিয়া, মোঃ জাকির হোসেন, এড. মনসুর রশীদ, ডাঃ নাজরা আহমদ চৌধুরী প্রমুখ। এছাড়াও ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ সহ উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি