যুক্তরাজ্যে পরিবার প্রতি ৪শ’ পাউন্ড জ্বালানী বিল ছাড়
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২২, ৯:২৪:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ক্রমবর্ধমান চাপ মোকাবেলায় নতুন পদক্ষেপের অংশ হিসাবে বৃটেনের প্রতিটি পরিবার এই শরতে ৪০০ পাউন্ড বিদ্যুৎ ও গ্যাস বিল ছাড় পাবে। এছাড়া সবচেয়ে দরিদ্র পরিবারগুলি জীবনযাত্রার ব্যয়ে সহায়তার জন্য ৬৫০ পাউন্ড এককালীন অর্থ পাবে।
বৃহস্পতিবার ২১ বিলিয়ন পাউন্ডের এমন একটি জনবান্ধব প্যাকেজ ঘোষণা করে বৃটিশ চ্যান্সেলর ঋষি সুনাক বলেছেন, সরকার পেনশনভোগী এবং প্রতিবন্ধীদের আরও লক্ষ্যযুক্ত সহায়তা প্রদান করবে।
তিনি বলেন, আমরা জানি যে জনগন জীবনযাত্রার ব্যয় নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং সেই কারণেই আমি ক্রমবর্ধমান এনার্জি বিলগুলিতে সহায়তা করার জন্য সহায়তার পদক্ষেপ নিয়েছি। তিনি বলেন, আমি বলেছিলাম যে আমরা মানুষের পাশে দাঁড়াব এবং এই ঘোষণা তার প্রমাণ।