দুই দেশেই বিচার হবে পি কে হালদারের: দুদক কমিশনার
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২২, ৯:১৮:৩১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: ভারতে গ্রেপ্তার হওয়া পি কে হালাদারকে দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মোজাম্মেল হক খান। তিনি বলেছেন, অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকায় ভারত ও বাংলাদেশ দুই দেশের আদালতেই প্রশান্ত কুমার হালদারের (পি কে হালাদার) বিচার হবে।
শুক্রবার সকালে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকার ড. মোজাম্মেল হক খান কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দুদক কমিশনার আরও বলেন, পি কে হালাদার বাংলাদেশের নাগরিক, দেশের অর্থ পাচারের সঙ্গে জড়িত। অর্থ পাচার কর্মকাÐের মহানায়ক। তাঁর সহযোগিদের বিরুদ্ধে ৩৫টি মামলা হয়েছে। ভারতে গ্রেপ্তার পি কে হালাদারের সহযোগিরা অর্থ পাচারের বিষয়টি আদালতের কাছে জবানবন্দি দিয়েছেন। পিকে হালাদারকে দেশে ফিরিয়ে এনে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে পারলে আরও অজানা তথ্য বেরিয়ে আসবে। এসব তথ্য মামলা নিষ্পত্তি করতে সহায়তা করবে।
এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এ কে এম সোহেল, দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগের পরিচালক মো. আক্তার হোসেন, ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান এ কে এম শোয়েব, মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন, মাদারীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রীনিবাস দেবনাথ, দুর্নীতি দমন কমিশনের মাদারীপুরের উপপরিচালক আতিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন প্রমুখ।