গোয়াইনঘাটে বিএনপির ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২২, ৯:৪৬:০৬ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে বিরোধী নেতাকর্মীদের উপর হিংস্র হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছে। সা¤প্রতিক বন্যায় সিলেটের লাখো মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করলেও অসহায় মানুষের পাশে সরকার দাঁড়ায়নি। স্বৈরাচারী সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে।
তিনি শুক্রবার গোয়াইনঘাট উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার পশ্চিম আলীরগাও ও পূর্ব জাফলং ইউনিয়নের পৃথক স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহŸায়ক কমিটির সাবেক সদস্য এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুহিনুর আহমদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহপরান ও শাহ আলম স্বপন প্রমূখ।
উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা উপজেলা বিএনপির সহ সভাপতি ডাঃ নাজিম উদ্দীন, করিম শিকদার, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট লিয়াকত আলী, দপ্তর সম্পাদক খায়রুল আমিন, ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমেদ, পূর্ব আলীরগাও ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির, উপজেলা বিএনপির সহমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সুলেমান, শাহীন আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ, দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, যুবদল নেতা সাহেদ আহমেদ ও এম ওয়ারিস আহমেদ প্রমূখ। বিজ্ঞপ্তি