এপেক্স এর চারটি ক্লাবের পালাবদল অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২২, ৮:২৬:০৮ অপরাহ্ন
এপেক্স বাংলাদেশ জেলা চার এর চারটি ক্লাবের পালাবদল অনুষ্ঠান বৃহস্পতিবার (২৬ মে) রাতে নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।
পালাবদল অনুষ্ঠান আয়োজক কমিটির চেয়ারম্যান এপেক্সিয়ান এডভোকেট জালাল উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের পিপি এডভোকেট নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সাবেক সভাপতি এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেক্সিয়ান একেএম শামিউল আলম, লাইফ গভর্নর এপেক্সিয়ান আক্তার হোসেন খান, জেলা-৪ এর গভর্নর এপেক্সঃ মোঃ বাবুল মিয়া, সদ্য সাবেক জেলা-৪ গভর্নর এপেক্সিয়ান শাহেদুর রহমান শাহেদ, লাইফ মেম্বার এড. এপেক্সিয়ান আব্দুল কুদ্দুস, এপেক্সিয়ান তাজ উদ্দিন, এপেক্সিয়ান এমদাদুল হক, সাবেক জেলা-৪ গভর্নর এপেক্সিয়ান এড. মাসুম আহমদ, এপেক্সিয়ান এড. মিসবাহুর রহমান আলম, এপেক্সিয়ান এড. গিয়াস উদ্দিন চোধুরী, এপেক্সিয়ান আহমেদ জাকারিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব বিশ্বনাথের প্রেসিডেন্ট এপেক্সিয়ান এড. কবির আহমদ, এপেক্স ক্লাব অব সিলেট মেট্রোপলিটন এর প্রেসিডেন্ট এপেক্সিয়ান ইঞ্জি. আনোয়ার হোসেন, এপেক্স ক্লাব অব গ্রিন হিল্স এর প্রেসিডেন্ট এপেক্সিয়ান কৃষিবিদ এ. কে. আজাদ ফাহিম, এপেক্স ক্লাব অব শাহপরান সিটির প্রেসিডেন্ট এপেক্সিয়ান বাবুল চন্দ্র দাস প্রমূখ। বিজ্ঞপ্তি